
আগামী নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে এমনটি উল্লেখ করে প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা বলেছেন, রাজনীতির শর্তই হলো নির্বাচন। জাতীয় পার্টি চিন্তা করেছে আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে। জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক পার্টি। আজকেই সরকারকে হটাতে হবে বিএনপি-জামাতসহ অন্যন্য দলের যে চিন্তা চেতনা তাতে জাতীয় পার্টি বিশ্বাস করে না। জাতীয় পার্টি বিশ্বাস করে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বাধীনতার স্বপক্ষে শক্তি ক্ষমতায় আসবে।।
আজ রবিবার (০৮ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যেমন তত্ত্বাবধায়কে বিশ্বাস করিনা, তেমনি ইভিএম মেশিনে ভোটেও বিশ্বাস করিনা। বিএনপিকে আমরা নির্বাচনে আনতে ঠেকা নেয়নি, আওয়ামী লীগও ঠেকা নেয়নি, নির্বাচন সবার জন্য। যারা যারা নিবন্ধিত দল তারা নির্বাচন করতে আসবে এটা স্বাভাবিক। কিন্তু কেউ যদি পিছনের দড়জা দিয়ে নির্বাচনে আসতে চায় সেটা ভিন্ন কথা। যারা দলের নিবন্ধণ নেবে অথচ নির্বাচনে যাবে না তাদের নিবন্ধণ বাতিল করাও উচিত বলে মন্তব্য করেন তিনি।
সুষ্ঠু নির্বাচন হবে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেরও সমালোচনা করে সাইদুর রহমান টেপা আরো বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হবে। তাহলে আমরা ধরে নিবো আগে সুষ্ঠু নির্বাচন হয়নি। অতীতে সুষ্ঠু নির্বাচন না হলে এমন ভাষার প্রয়োগ করা যায়।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সহধর্মীনী ও নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় যুব মহিলা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এসময় তাঁর সাথে তাঁর স্ত্রী ও জাতীয় যুব মহিলা পার্টির আহবায়ক নাজনীন সুলতানাসহ দলীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন,