ব্রাক্ষণবাড়িয়া-০২ আসনে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী, চাপাইনবাবগঞ্জ- ০২ আসনে মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল জাতীয় পার্টি মনোনীত প্রার্থী
ঢাকা, সোমবার, ০৩ জানুয়ারি -২০২২ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠেয় ব্রাক্ষণবাড়িয়া-০২ আসনের উপনির্বাচনে এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার পরিবর্তে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী। আজ জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের এক বিশেষ সভায় ব্রাক্ষণবাড়িয়া-০২ আসনের প্রার্থী পরির্বতন করা হয়েছে। এসময় চাপাইনবাবগঞ্জ-০২ আসনে মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল কে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে।
জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি, চেয়ারম্যান এর উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।
মনোনয়ন বোর্ডের সভা শেষে চাপাইনবাবগঞ্জ সিটি কলেজ এর শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল ও চাপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এর নির্বাহী সদস্য এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্জ সৈবুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। জাতীয় পার্টি মহাসচিব ও উপস্থিত কো-চেয়ারম্যান বৃন্দের হাতে ফুল দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশীদ ও কেন্দ্রীয় নেতা সামসুদ্দিন রিন্টু উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন,