ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট। এই সরকারের তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদে আরও ৫ জন যুক্ত হচ্ছেন।
আজ রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দায়িত্ব পেতে যাওয়া নতুন উপদেষ্টারা রবিবার সন্ধ্যায় শপথ নেবেন। উপদেষ্টাদের দুই-একটা মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
এদিকে, রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত একটি গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন।