আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (২৪ জুলাই) এ কমিটির অনুমোদন দেন।
উপ-কমিটিতে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিতে তাদের সঙ্গে সব মিলিয়ে ৫৬ জনকে রাখা হয়েছে।
তারা হলেন– ড. মাকসুদ কামাল, ড. আব্দুল মোয়েন, প্রফেসর দেলোয়ার হোসেন, ড. শামস রহমান, প্রফেসর ড. আব্দুল গনি মোল্লা, অ্যাম্বাসেডর সৈয়দ শাহেদ রেজা, তানভীর শাকিল জয় এমপি, নুরজাহান বেগম মুক্তা, অপু উকিল, শাহাব আহমদ, তারিক হাসান সুমী প্রমুখ।