আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:০৫ অপরাহ্
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
শিবপুর প্রতিনিধিঃ চন্দন দত্তঃ
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার হুমায়ূন কবিরের সভাপতিত্বে শারদীয় দূর্গাপূজার ২০১৯ খ্রিষ্টাব্দে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি সকলকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন। সভার সকলের আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে,আসন্ন শারদীয় পূজা যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুন রশীদ খান,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব শামসুল আালম ভুইঁয়া রাখিল,সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ পূজা শিবপুর উপজেলা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিনয় গোস্বামী, সাধারণ সম্পাদক বাবু বিল্পব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সম্পাদক বাবু চন্দন দত্ত।হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল দেবনাথ ও অনান্য নেত্রীবৃন্দ,মুক্তিযোদ্ধা, সুধীজন,সাংবাদিকও সকল পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও বক্তবৃন্দ।