আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:৩০ অপরাহ্
নরসিংদী’র “বাতিঘর” এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে
নিউজ ডেক্সঃ আজ নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে নরসিংদী’র বাতিঘর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাতিঘরের স্বপ্নদ্রষ্টা বাংলাভিশনের জেলা প্রতিনিধি এবং নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টির সঞ্চালনায় জেলার সকল উপজেলার বাতিগুলোর আলো এক করার জন্য- আজ বিকাল বেলায় বৈকালিক শুভেচ্ছা বিনিময়ের এক সুুুুন্দর মনোমুগ্ধকর পরিবেশে সকলের সাথে সকলের পরিচয়ের পর্ব দিয়ে শুরু হয় মতবিনিময় সভার কার্যক্রম। বাতিঘরের পরামর্শক সভায় ছিলেন নরসিংদীর ৩ জন গুনী ব্যক্তি। তাঁঁরা হলেন বাবু নিবারণ রায়, অধ্যাপিকা সেতারা বেগম, ড. মশিউর রহমান মৃধা। বাতিঘরের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক- তারেক মোহাম্মদ লুৎফর রহমান, বাবু নিবারণ রায়, (নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি), নরসিংদী ইনডিপেেনডেন্ট কলেজের প্রিন্সিপাল- ড.মশিউর রহমান মৃধা, মাধবদী পৌরসভার কমিশনার- জাকারিয়া হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি- এ কে ফজলুল হক, নরসিংদী বিয়াম জিলা স্কুলের প্রিন্সিপাল- প্রফেসর ফরিদ উদ্দিন মোরাদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি- ডাঃ এ টি এম গোলাম দাস্তগীর, নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ- ফারুক মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সদস্য জয়নাল আবেদীন, নরসিংদী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাংস্কৃতিক সম্পপাদক- মনজিল এ-মিল্লাত, সহ প্রতিটি উপজেলার কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক, শিক্ষক, শুশীলমনা ব্যক্তি। এ সময় বক্তারা বলেন, সকলে মিলে “বাতিঘর” সংগঠনের মাধ্যমে সমাজের পরিবর্তনের কথা। “বাতিঘর” হবে সামাজিক আন্দোলনের মাধ্যম। আমরা সকলে মিলে সমাজ থেকে অনিয়ম, অন্যায়- দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াবো।