আজ শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১২:০৭ পূর্বাহ্ন
জাগ্রত জাতিসত্তা’ নামক মোরালের শুভ উদ্বোধন করেন সৈয়দা ফারহানা কাউনাইন জেলা প্রশাসক, নরসিংদী।
নিজস্ব প্রতিবেদকঃ আজ নরসিংদী জেলা প্রশাসক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জাগ্রত জাতিসত্তা” মোরালের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে একটি বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালটির নাম করন করা হয় “জাগ্রত জাতিসত্তা”। জেলা প্রশাসক কার্যালয়ের নিকটবর্তী দৃষ্টিনন্দন জায়গায় জয় বাংলা চত্তর ও একটি মোরাল স্থাপন করা হয়।এসময়, শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, নরসিংদী, নরসিংদী জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, চেয়ারম্যান, জেলা পরিষদ, নরসিংদী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, সভাপতি, সেক্টর কমান্ডার ফোরাম’ ৭১। প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সাবেক অধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজ, ড.মশিউর রহমান মৃধা, প্রিন্সিপাল, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ, শুশীল সমাজের নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি নরসিংদীতে আসার পর থেকে আমার একটি স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর জন্য কিছু একটা করা, আজ সেটির বাস্তবরূপ কিছুটা হলেও দিতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। মুজিব বর্ষে এরকম একটি ভাস্কর্য জাতির কাছে তুলে ধরে আজ আমি আনন্দিত, এটা আমার দীর্ঘ দিনের পরিকল্পনা ছিল।
প্রধান অতিথির ভাষনে তিনি বলেন, আজ সেই মোরালের উন্মোচন করতে গিয়ে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ৭১’র রনাঙ্গনের বীর শহীদ সন্তানদের, তাঁদের প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন ও সালম রহিল। জয় বাংলা চত্তর এবং জাগ্রত জাতিসত্তা নির্মাণে সার্বিক তত্ত্বাবধান ও
আয়োজনে ছিলেন জেলা প্রশাসন, নরসিংদী।