আজ শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৪:২৪ অপরাহ্
দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এএফএম.আমিনুল ইসলাম-দুর্নীতি দমন কমিশন
নিজস্ব প্রতিবেদকঃ দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন’ এ স্লোগান কে সামনে রেখে ২৫ জানুয়ারি ২০২০ তারিখ শনিবার পাঁচদোনা স্যার কে.জি. গুপ্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সততা সংঘের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এফ.এম.আমিনুল ইসলাম, কমিশনার (তদন্ত), দুর্নীতি দমন কমিশন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, পরিচালক, দুদক, বিভাগীয় কার্যালয়, ঢাকা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এছাড়া ও বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে দুদকের কমিশনার (তদন্ত) এ.এফ.এম. আমিনুল ইসলামসহ আগত অতিথিদের নরসিংদী জেলায় আগমনে স্বাগত জানান এবং উপস্থিত শিক্ষার্থীদের বিবেক জাগ্রত করে নৈতিক শিক্ষা ও জাতির পিতার আদর্শে দীক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ সৃষ্টিতে নিয়োজিত হওয়ার নির্দেশনা প্রদান করেন।পরবর্তি পর্বে সভাপতি দুদকের কমিশনার মহোদয়ের সাথে সততা স্টোর উদ্বোধন ও পরিদর্শন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গকৃত পুষ্পকাননের শুভ উদ্বোধন করেন।