আজ শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৪:৫৯ অপরাহ্
মুক্তিযোদ্ধাদের ভালোবাসা ও সংবর্ধনায় অভিমুগ্ধ জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন
কাজী জহিরুল খোকনঃ জেলার বীর মুক্তিযোদ্ধাদের ভালোবাসা ও সংবর্ধনায় অভিমুগ্ধ হয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
৫ জানুয়ারি নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হোসেন শিশির, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ উপজেলা কমান্ডারবৃন্ধ।
বীর গর্ভা মাতা গণের সংবর্ধনা, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনসহ জেলা প্রশাসক হিসেবে সৈয়দা ফারহানা কাউনাইনকে বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেন জেলা বীর মুক্তিযোদ্ধাগণ। সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, আপনাদের সহযোগিতায় আজ আমি শ্রেষ্ঠ জেলা প্রশাসক হয়েছি, জনপ্রশাসন পুরস্কারে ভূষিত হয়েছি।
এতে আমার কোন কৃতিত্ব নেই আপনাদের সকলের ভালবাসার ফল পেয়েছি আমি এ অর্জন আপনাদের বীরমুক্তিযোদ্ধারা আমার কাছে মনে হয় জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা আজ আমাকে যে সম্মান দিয়েছেন তা কোনদিনও ভুলবার নয়। আপনাদের ভালবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম। এ ঋণ কখনো শোধ করবার নয়।
আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই। তিনি বলেন, এ সমাজের, কিছু সামাজিক ব্যাধি রয়েছে এর মধ্যে- মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দূর্নীতি প্রতিরোধের বিরুদ্ধে সমাজ কে সুন্দর রাখার স্বার্থে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন এবং সোচ্চার থাকবেন।
পরে সৈয়দা ফারহানা কাউনাইনকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন জেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে আবদুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা পরিষদের পক্ষে আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, এনসিসিআই ‘র পক্ষে আলী হোসেন শিশির।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ড. এটিএম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামেরী হাসান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।