আজ শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১২:১৪ পূর্বাহ্ন
ক্ষণজন্মা,নাট্যকার,জালাল, উদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
গত২৮ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি নরসিংদীতে দেশ বরেণ্য প্রগতিহাসিক ক্ষণজন্মা নাট্যকার,জালাল উদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিখ্যাত এই নাট্যকারের জীবনী নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
নরসিংদী জেলার প্রত্যেকটি উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন নাট্যজন জালাল উদ্দিনের স্মরণ সভায় আলোচনায় অংশ নেন। বক্তারা জালাল উদ্দিন সম্পর্কে বলেন, জালাল উদ্দিন কোন সাধারণ মানুষ ছিলেন না, তিনি সামাজিক আন্দোলন করেছেন কলম দ্বারা লিখনির মাধ্যমে। তিনি গান, কবিতা, উপন্যাস, ছড়া, যাত্রা, পালা, নাটক কে হাতিয়ার হিসেবে বেঁছে নিয়েছেন।
মৌলবাদীদের বিরুদ্ধে তিনি দূ্র্বার আন্দোলন করে যান নিরবে। জালাল উদ্দিন ছোট বেলা থেকে একটু ভাবুক স্বভাবের ছিলেন বলে তাঁর লেখা নাটক মানুষকে কখনো কাঁদায়, কখনো হাসায়,আবার কখনো উদ্দীপ্ত করে সাহসী করে তোলে, তাঁর লেখা অসংখ্য নাটক, যাত্রা পালা বাংলাদেশর বিভিন্ন অঞ্চলে মঞ্চায়িত হয়।
আজো লক্ষ মানুষের হৃদয়ে মনে অম্লান হয়ে বসে আছেন নাট্যকার জালাল উদ্দিন। তিনি আমাদের আধুনিক কবিও লেখক।