আজ শনিবার, ০৬ মার্চ ২০২১, ১১:২৬ পূর্বাহ্ন
স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন।
নিজস্ব প্রতিবেদকঃ আমি বাঙ্গালী, বাংলা আমার ভাষা। এই ভাষায় আমি কথা বলি। বাংলা আমার মায়ের ভাষা। যারা ঐদিন আমার মুখের ভাষা কাঁইড়া নিতে চেয়ে ছিল তাদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে ছিল বাংলা মায়ের দামাল ছেলেরা। তাদেরই রক্তে অর্জিত আজ ৫২ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রথম মুক্তির আন্দোলন, অর্থাৎ ভাষা রক্ষার মধ্য দিয়ে শুরু হয় পুরো বাংলাদেশের মুক্তির আন্দোলন। আর তাই ৫২ সালের ভাষা আন্দোলন করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত হয়, হানাদার বাহিনীর গুলি খেয়ে শহীদ হন নারী-পুরুষ সহ হাজার বাঙালী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি আজ বাঙ্গালী স্বশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা মায়ের ভাষা অর্জন করেছি। দেশও স্বাধীন দেশে পরিনত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এ দেশ থেকে এখনো স্বাধীনতা বিরোধী অপশক্তি বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
তাই ইংরেজি নববর্ষে আমাদের অঙ্গীকার হক, “রাজাকার, জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক বিরোধী বাংলাদেশ গড়ি।”