আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:৪১ অপরাহ্
দেশজুড়ে নদী কেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে: জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদী।।
নিজস্ব প্রতিবেদকঃ গত ৮/১১/২০১৯ তারিখ দেশজুড়ে নদী কেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে, জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠান টি নরসিংদীর সদরের চরাঞ্চলে, নদীমাতৃক এলাকায়, মেঘনা নদীর অববাহিকায়, করিমপুর ইউনিয়নের পঞ্চবটি বাজারের নদীর ঘাটে পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েদুর রহমান, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ।
আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ, নরসিংদী সরকারী কলেজ, নরসিংদী। শাহালা খাতুন, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদী, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় বলেন, নদী হলো নারীর মতো আর নারী হলো নদীর মতো, তাই নদীও মায়ের মতো। নদীকে মায়ের সাথে তুলনা করেছেন। তথাপি মা’- কে বাঁচানো প্রত্যেকের দায়িত্ব। তাই আসুন নদীর ধারাকে বাঁচিয়ে রাখি এবং নদী রক্ষা প্রতিরোধ গড়ে তুলি। সম্পূর্ণ অনুষ্ঠানটি শাহালা খাতুনের পরিচালনায়, জহিরুল ইসলাম মৃধার সঞ্চালনায়, রাত্র ৮ঃ ৩০ মিনিট পর্যন্ত পাঁচহাজার প্রান্তিক জনগোষ্ঠীকে একক গান, দলীয় গান, লোকনৃত্য, পল্লী গান গেয়ে দর্শক স্রোতাদের মন জয় করে নিয়েছে জেলা শিল্পকলা একাডেমির ছাত্র /ছাত্রীরা। স্থানীয় লোকজন জানায়, নদীরঘাটে, নদীকে নিয়ে এরকম অনুষ্ঠান, আগে কখনো আমরা দেখিনি। স্মরনকালের শ্রেষ্ঠ অনুষ্ঠান আজ আমরা উপভোগ করতে পেরে খুবই খুশি এবং আনন্দিত।