আজ শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৫:০১ অপরাহ্
নরসিংদী প্রেসক্লাবের নব- নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান-২০১৯ খ্রিষ্টাব্দ।
নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদী প্রেসক্লাবের নব- নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান গত ৪ নভেম্বর -২০১৯ তারিখ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী জেলা শাখার অডিটোরিয়ামে এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
এ সময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী এবং সভাপতিত্ব করেন নরসিংদী প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি- মাখন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ, নরসিংদী সরকারী কলেজের প্রফেসর- সূর্যকান্ত দাস, মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী সিভিল সার্জন- ডাঃ হেলাল উদ্দিন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ- ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স এর সভাপতি- আলী হোসেন শিঁশির, নরসিংদী জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক- আলহাজ্ব আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি- এডভোকেট শাহজাহান মিয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শুশীল সমাজের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
নব-নির্বাচিত কার্যকরী পরিষদ- ২০১৯ এর শপথ বাক্য পাঠ করান নরসিংদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী। শপথ বাক্য পাঠ শেষে প্রধান উপদেষ্টার বক্তৃতায় বলেন, আমি নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির আগামীর পথচলা সুন্দর ও গতিশীল হওয়ার আহবান জানাই সেই সাথে আজকের মিলন মেলা যেন অটুট বন্ধনে আবদ্ধ থাকে, সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যেতে হবে নব-নির্বাচিত কমিটিকে।
তিনি বলেন, সাংবাদিকতা হলো মহৎ পেশা, সাংবাদিকরা হলো সমাজের দর্পন স্বরুপ। তারা যেন কোন অনৈতিক কর্মকান্ড কে প্রশ্রয় না দেন। গনমাধ্যম হলো সংবিধানের চতুর্থ স্তম্ভ। যে দেশে বাক স্বাধীনতা থাকে না সেখানে গণতন্ত্র নির্বাক। তাই গনমাধ্যম কর্মীরা সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি- আলী হোসেন শিঁশির, বক্তৃতায় বলেন, সাংবাদিকরা সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে। জাতি তাদের কাছে ভাল কিছু আশা করে তাই প্রত্যেক কে হলুদ সাংবাদিকতা না করার জন্য আহবান করেন।