বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টার উক্ত অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠান উদ্ধোধক তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (প্রাঃ) মসয়ুদ মান্নান, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সড়ক ও মহা সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরকার বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি মোঃ আব্দুল আহাদ নুর দি ইউনিভার্সিটি অব কুমিল্লা ভাইস-চ্যান্সেলর ড. জামিলুর রহমান, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা এটি এম মমতাজুল করিম। সভাপতি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাংলাদেশ চ্যাপ্টার। সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বাঙালির জাতীয় জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। বর্তমান তরুণ প্রজন্মের কাছে এই কলঙ্কজনক হত্যাকাণ্ডের যথাযথ ইতিহাস ও তথ্যপ্রবাহ নিশ্চিত করা খুবই গুরুত্ববহ। কেননা এ কথা অনস্বীকার্য যে, তরুণ প্রজন্মকে দেশপ্রেমের মহিমায় জাগ্রত করতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতাসংগ্রামের যথাযথ ইতিহাস এবং যুদ্ধকালীন প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সঠিক তথ্য অনুধাবন অতিব প্রয়োজন।