ঢাকার আশুলিয়া থেকে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
আটককৃতরা হলেন- আশুলিয়ার গাজিরচটের মৃত জাহিদুল ইসলামের ছেলে রনি খাঁন (৩৪), জামালপুর সদরের পাইববাজার গ্রামের দুলাল মিয়ার ছেলে আনিসুর রহমান (৩২) ও ঝিনাইদহ মহেশপুর নেপা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মো. রিয়াজ উদ্দিন আহমেদ জানান, এর আগে, রোববার দিবাগত রাতে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে ৩ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক তিন মাদকবিক্রেতার নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।