নিজস্ব প্রতিবেদকঃ
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় “রোকেয়া পদক ২০২২” পাচ্ছেন দেশের পাঁচজন বিশিষ্ট নারী।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে সম্মাননা পদক তুলে দেবেন।
পদকপ্রাপ্তরা আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রশাসন অনুবিভাগ ও উন্নয়ন কার্যক্রম বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা সচিবের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, আমাদের সকল প্রস্তুতি এগিয়ে চলছে। জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী সম্মাননা তুলে দেবেন সে কারণে অনুষ্ঠানের কোনো ত্রুটি রাখতে নারাজ বলেও জানান কর্মকর্তারা।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নারী শিক্ষায় অবদান রাখায় ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখা চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, পল্লী উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম এবং সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ জুন রোকেয়া পদক ২০২২ এর জন্য মনোনয়ন আহ্বান করেন মন্ত্রণালয়।