রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এক পুলিশ কর্মকর্তার মালিকানাধীন গাড়ির ধাক্কায় ভেঙে পড়েছে বাসার গেট। এ ঘটনায় ইউনুস বারী (৬২) নামে ওই বাসার দারোয়ান নিহত হয়েছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই দারোয়ানকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত চালক টুটুল মাতব্বরকে (৪০) আটক করেছে পুলিশ।
ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রোববার রাত ৯ টার দিকে বসিলা গার্ডেন সিটির ডি ব্লকের ২ নম্বর রোডের ১৩/১ নাম্বার বাড়িতে গাড়ি পার্কিং করতে আসেন চালক টুটুল মাতব্বর। এ সময় বাড়ির দারোয়ান গেট খুলতে গেলে তিনি গাড়িটির গতি বাড়িয়ে দেন। মুহূর্তেই গেটটি ভেঙে দারোয়ানের উপরে পড়ে।
নিহতের মেয়ে হাফসা বেগম জানান, রাতে আমরা খবর পাই- বাবার ওপর বাড়ির গেইট ভেঙে পড়েছে। পরবর্তীতে তার চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ছুটে এসে দেখি আমার বাবা মারা গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমি মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের জন্য আবেদন করেছি। বাবা হত্যার সুষ্ঠ বিচার চাই আমি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত গাড়ির চালককেও আটক করেছি।
তিনি আরও বলেন, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গাড়িটির মালিক বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।