বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট দল। ছদ্মবেশে অভিযানকালে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগের সত্যতা পায় দুদক টিম।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সংস্থাটির (জনসংযোগ) কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, ‘গাড়ি না দেখেও ফিটনেস সার্টিফিকেট দেয় বিআরটিএ’ এমন অভিযোগের ভিত্তিতে বিআরটিএতে অভিযান চালায় দুদক টিম। প্রথমে বিআরটিএ অফিসে ছদ্মবেশে অবস্থান করে তারা। পরবর্তীতে ওই কার্যালয়ের উপ-পরিচালকের (ইঞ্জি.) সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে আলোচনা করেন।
এসময় অভিযোগে উল্লিখিত মোটরযান পরিদর্শকের ব্যাপারে উপপরিচালক জানান- মোটরযান না দেখেই গাড়ির ফিটনেস সনদ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে।
এছাড়া আনসার সদস্য ও দালালদের দৌরাত্ম্যের বিষয়ে তারা নিয়মিত অভিযান পরিচালনা করেন বলেও দুদক টিমকে জানান।
অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক। পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন টিম কমিশন বরাবর শিগগিরই দাখিল করবে।
এছাড়া আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ৯ কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আরেকটি অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট দল।