আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তখন বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শুরুর সাত মিনিট পরই সম্মেলনকেন্দ্রের বাইরে শুরু হয় দলের দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ। মুহূর্তেই বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট, ছোটাছুটি করেন আতঙ্কিত মানুষ।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলনে গতকাল শনিবার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানার অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ সড়কে এমন দৃশ্যের অবতারণা হয়। এ ঘটনা স্থায়ী হয় বেলা ১১টা ৫৬ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত। দলীয় নেতা–কর্মীদের নিয়ে আঞ্জুম সুলতানা টাউন হল মাঠে সম্মেলনকেন্দ্রে ঢুকতে না পারার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।