
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তখন বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শুরুর সাত মিনিট পরই সম্মেলনকেন্দ্রের বাইরে শুরু হয় দলের দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ। মুহূর্তেই বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট, ছোটাছুটি করেন আতঙ্কিত মানুষ।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলনে গতকাল শনিবার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানার অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ সড়কে এমন দৃশ্যের অবতারণা হয়। এ ঘটনা স্থায়ী হয় বেলা ১১টা ৫৬ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত। দলীয় নেতা–কর্মীদের নিয়ে আঞ্জুম সুলতানা টাউন হল মাঠে সম্মেলনকেন্দ্রে ঢুকতে না পারার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‘কত লোক হয়েছে আসেন, দেখে যান’
সম্মেলনে ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘ফখরুল সাহেবের খবর কী? শুয়ে আছেন টাকার বস্তার ওপর। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে, আসেন, দেখে যান। এটা বিভাগীয় কোনো সমাবেশ না, মহানগর ইউনিট। আপনাদের মতো ভাড়া করা লোক নেই এখানে।’