বরিশাল জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার মালবাহী জলযান থেকে চাঁদাবাজি করে আসছিল একটি চাঁদাবাজ চক্র। এরা এতটাই হিংস্র প্রকাশ্যে দিবালোকে নিয়মিত করে আসছিল এ সকল অনৈতিক কর্মকান্ড, এরই ধারাবাহিকতা অদ্যরোজ রবিবার বেলা ১১ ঘটিকার সময়ে ওই নদী বন্দর এলাকায় এই চক্রটি চাঁদাবাজি করতে গেলে একটি জলযানে থাকা লোকজন তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়।পরে ওই জাহাজে অবস্থানরত মাঝি-মাল্লা ও স্টাফদেরদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে আতঙ্কিত হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। পরে জাহাজে অবস্থানরত লোকজন উপায়ান্তর না পেয়ে তড়িৎ গতিতে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে(৯৯৯)ফোন করে পুলিশের সহযোগিতা চায়।
পরে হিজলা থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ টিম দ্রুত গতিতে ঘটনা স্থলে গিয়ে আক্রান্ত জাহাজে থাকা মাঝী-মল্লাদের উদ্ধার করে, সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হন বলে নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশ অফিসার ইনচার্জ বিকাশ দে।
আটককৃত পাঁচজনের নাম, ১আবুল বেপারী- পিতা হোসেন বেপারী।২ সবুজ -পিতা আবুল।৩ রতন মাঝি -পিতা মন্নান মাঝি।৪ সজিব-পিতা আনোয়ার মোল্লা, ৫ সোহেল -পিতা বাদল চৌকিদার।
সংবাদটি শেয়ার করুন,