সাভারে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১২ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মহাসড়কের পাশে পার্কিং করা বসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, রাতে বলিয়ারপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান বলেন, বলিয়ারপুর স্ট্যান্ডে ওভার ব্রিজের পাশে ইতিহাস পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি পার্কিং অবস্থায় ছিল।
এর আগেও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও মধুমতি মডেল টাউন এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আজ সকাল ৬টা থেকে বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে।