সাজেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৩দিন বাড়িয়েছে

রাঙামাটির সাজেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

পাহাড়ের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির সাজেকে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞার মেয়াদ আরো তিনদিন বৃদ্ধি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। শুক্রবার রাত পৌনে ১০ টার সময় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ০৩ (তিন) দিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও ০৩দিন আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পর্যটকদের সাজেকে ভ্রমনে নিরুৎসাহিত করা হলো। ইহা সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চলতি মাসের গত ১৯ সেপ্টেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় সংগঠিত সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে ২০ সেপ্টেম্বর কোনো প্রকার উষ্কানী ছাড়াই মসজিদে হামলা করে উষ্কানি দিয়ে পাহাড়ি-বাঙ্গালী সংঘর্ষের ঘটনা ঘটে।
এসকল ঘটনায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ’র সমর্থনপুষ্ট জুম্ম পাহাড়ি ছাত্র-জনতার ডাকে পাহাড়ে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচীর ডাক দেয়। এই কর্মসূচী পালনে সাজেকে যাওয়ার অন্তত ৬টি পয়েন্টে ভাংচুর চালানোয় সাজেকে অন্তত ১৫’শ পর্যটক আটকে পড়েছিলো।
এই ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৫ থেকে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমনে তিনদিনের নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় পাহাড়ের চলমান পরিস্থিতিতে সার্বিক নিরপত্তা বিবেচনায় আরো তিনদিন নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *