সাফল্য পরিবার রংপুরের প্রতিষ্ঠাতা জয়িতা নাসরিন নাজ এর মা নাজনীন বেগম গত ২৩ ডিসেম্বর রাত ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহী রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ৫ ছেলে আলীম বেগ,আজিম বেগ,নাঈম বোগ,শাহীন বেগ,মুন্না বেগ ১ মেয়ে নাসরিন নাজ সহ আত্মীয় স্বজন বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
গতকাল ২৪ ডিসেম্বর বাদ জোহর মরহুমার জানাজার নামাজ খেরবাড়ীস্থ ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর খেরবাড়ী গোরস্থানে দাফন সম্পন্ন হয় ।
হাজার -হাজার মানুষের ভালবাসায় সিক্ত নাজনীন বেগমকে একনজর দেখতে শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন,বন্ধু – বান্ধব,পাড়া প্রতিবেশী উপস্থিত ছিলেন
ইতিমধ্যেই শোক বার্তা জানান সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ কেন্দ্রিয় কমিটি সহ জেলা উপজেলা কমিটি সমুহ,সাফল্য একাডেমি, ডাঃ হারুন স্মৃতি পাঠাগার, সাফল্য স্পোর্টিং ক্লাব, কমিউনিটি পুলিশিং কমিটি,নিরাপদ সড়ক চাই, এপেক্স ক্লাব অব রংপুর,পাঠাগার সংগঠন,জয়িতা ফাউন্ডেশন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন রংপুর, সাংবাদিক, সুধী সমাজ, সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত সকল কবি-লেখক, দৈনিক মাধুকর পরিবার, দৈনিক দেশ জগত পরিবার, দৈনিক চাপাই দর্পণ পরিবার, গ্রিনফিল্ড স্কুল এন্ড কলেজ টেকনাফ কক্সবাজার, ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশন, রঙ্গপুর সাহিত্য পরিষৎ, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ, জাগ্রত সাহিত্য পরিষদ, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগ ও বিভাগের আট জেলার কমিটি, সংস্কৃতি পরিষদ সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমুহ।
সংবাদটি শেয়ার করুন