মীর ইমরান মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরের ডাসার উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামে( ১৭) মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা আটিপাড়া এলাকার মাওলা মাতুব্বরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান তিনি জানান, সোমবার দুপুরে শিশু আমির হামজা স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়,পরে হসপিটালে কর্তব্যরত চিকিৎসক আমির হামজাকে মৃত ঘোষনা করে।