গাইবান্ধায় চাচা শ্বশুরের বিরুদ্ধে ভাতিজার বউকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের হাঁস গাড়ি এলাকায়। এই ঘটনায় বর্তমানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী সেই নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এজহার সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাঁস গাড়ি গ্রামের মো আব্দুল হালিম (৪২) ভাতিজা বউ আসমা বেগমের শরীরের কাপড় ছিঁড়ে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। সে সম্পর্কে তার চাচা শ্বশুর। তার অভিযোগ প্রায় সময় বাড়ীর আশেপাশে যাতায়াত করত সে এবং তাকে বিভিন্ন সময় বাজে ইশারা ইঙ্গিত অঙ্গিভঙ্গি করত। মানসম্মানের ভয়ে কাউকে কোন কিছু বলেনি সে।
এমতাবস্থায় গত ৪ নভেম্বর রাত্রে আসমা বেগম ঘরে ছিল। ওই সময় আসামি কৌশলে তার ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। তখন সে ধস্তাধস্তির এ পর্যায়ে চিৎকার দিলে আশেপাশের লোকজনসহ তার স্বামী জহুরুল ইসলাম ও আত্মীয় স্বজন আসলে আব্দুল হালিম আছমা বেগমকে ছেড়ে দিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী আব্দুর রহমান জানান, আব্দুল হালিম প্রভাবশালী হওয়ায় পুলিশকে ম্যানেজ করে এই ঘটনা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এলাকার গৃহবধূ জুলেখা বেগম জানান, এ ধরনের ঘটনা যেনো আর না হয়। আজ এক ঘরে ঢুকেছে, কাল আমার ঘরে যে ঠুকবে না, তার কোন নিশ্চয়তা নাই। তাই আমি এর কঠিন শাস্তি দাবি করছি।
এ বিষয়ে সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।