বৈরী আবহাওয়ায় কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার (৪ আগস্ট) জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। সকাল থেকে পুরো উপকূলজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন বৈরী পরিবেশের মধ্যেই পর্যটকেরা ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে গোসল করতে নেমেছেন। ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা নানাভাবে চেষ্টা করেও পর্যটকদের সমুদ্র থেকে তুলে আনতে পারেননি।
সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, উত্তাল সমুদ্রেই শত শত পর্যটক সাগরে গোসল করতে নেমেছেন। এ সময় বেসরকারি লাইফগার্ড কর্মীদের বালুচরে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে পর্যটকদের উঠে আসার জন্য আহ্বান জানাতে দেখা গেছে। এ ছাড়া উত্তাল সাগরে নামতে নিষেধ করলেও সেদিকে কারও কোনো নজর নেই।
কুয়াকাটা সমুদ্র সৈকতের লাইফগার্ড টিম লিডার বলেন, সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পুরো সৈকতের ২ কিলোমিটার এলাকায় প্রায় ২-৩ হাজার পর্যটক বেড়াতে এসেছেন। এর মধ্যে ঝুঁকি নিয়ে অনেক পর্যটক গোসল করতে নামছেন। পর্যটকদের এ বিষয়ে সতর্ক করা হলেও তারা বিষয়টি আমলে নিচ্ছেন না। সকাল থেকে ঢেউয়ের গতি স্বাভাবিকের থেকে অনেক বেশি। তাই ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আমরা সবাইকে সতর্ক করার চেষ্টা করছি।