গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কলেজপাড়ার ঘাঘট নদীর তীরবর্তী এলাকা থেকে সুরুত আলী প্রামাণিক (৬২) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।
শনিবার সকালে উপজেলার ঘাঘট ব্রিজের দক্ষিণ পাশের বাঁধের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি ছোড়া উদ্ধার করে পুলিশ। সুরত আলী প্রামাণিক উপজেলার কামারপড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।
নিহতের ছেলে রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে সাদুল্লাপুর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর তিনি রাতে আর ফেরেননি। ওই রাতেই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সকালে এলাকাবাসীর কাছে বাবার গলাকাটা লাশ বাড়ির অদূরে পড়ে থাকার খবর পান বলে জানান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার। তিনি জানান, সকালে খবর পেয়ে সুরত আলী নামের ওই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটনে অনুসন্ধান চলছে বলেও তিনি জানান।