বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুতায়িত হয়ে হতাহাত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
গত রোববার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আমতলা এলাকায় পৌঁছালে রথের চূড়া বৈদ্যুতিক তার জড়িয়ে যায়। এতে পাঁচজনের প্রানহানী হয় এবং আহত হন ৪০ জন।
অনুষ্ঠানে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জনের পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার টাকা করে দেয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে যাদের আর্থিক সচ্ছলতা নেই তাদেরকে ১৪ কেজির খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়, সাধারণ সম্পাদক নির্মল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, গোপাল তেওয়ারি প্রমুখ।