সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নি:স্ব কন্যাদায়গ্রস্থ আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা মাকে ঘর উপহার দিলেন ফেনীর স্থানীয় সাংবাদিক সৌরভ পাটোয়ারী। তিনি ফেনী থেকে প্রকাশিত দৈনিক প্রভাত আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও রাইজিং বিডির ফেনী জেলা প্রতিনিধি।
বৃদ্ধ আনোয়ারা বেগমের স্বামী শফি উল্লাহ। তিন মেয়ে দুই ছেলে নাতি নাতনিসহ ১৪ জন পরিবারের সদস্য নিয়ে মাত্র এক শতাংশ জায়গার উপর একটি কুঁড়ে ও জরাজীর্ণ ঘরে বসবাস করতেন সেখানে বৃষ্টি এলে পানি পড়তো সূর্যের আলো প্রবেশ করতো টিনের ফুটো দিয়ে। ঘরে ছিল একটি অবিবাহিত কন্যা। ভাঙ্গাচোরা ঘরের কারণে তার বিয়ে হচ্ছিল না। এমন মানবতার জীবন ও করুণদশার মধ্যে তাদের দিন অতিবাহিত হচ্ছিল।
ঠিক সেই মুহূর্তে খোঁজ নিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে সৌরভ পাটোয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন । মানবিক এই ভিডিওটি দেখতে পান দেশ-বিদেশের অসংখ্য মানুষ। অত:পর দেশ-বিদেশ থেকে মানুষ বৃদ্ধার ঘর নির্মাণে সাহায্যের হাত প্রসারিত করেন। চার মাস যাবৎ তহবিল সংগ্রহের মাধ্যমে এই অসহায় এই বৃদ্ধার জন্য একটি সেমি পাকা টিনের ঘর সাড়ে তিন লাখ টাকা ব্যয় নির্মিত হয়।
বুধবার (১২ জুলাই) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন ভূঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ঘরটি উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই বৃদ্ধার গৃহের আসবাবপত্রের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।