
৭ জন প্রতিষ্ঠিত ব্যবসায়ির ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানে রাখা নগদ টাকা, মালামাল ব্যবসার মূলধন আগুনে পুড়ে যাওয়ায় নিস্য হয়ে পড়েছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার কালীবাড়ী বাজারের চালহাটির পাশে ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানে গত রাতে হঠাৎ শেষ রাত প্রায় সাড়ের ৪ ঘটিকার সময় আগুণের সূত্রপাতে ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নগত টাকা, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয সূত্রে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ২৩ ডিসেম্বর শুক্রবার শেষ রাত সাড়ে ৪ ঘটিকার সময় আগুণের সূত্রপাত ঘটে। আগুনে একে একে ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এমন খবরে পলাশবাড়ী ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থালে আসলেও পানি অভাবে আগুন নিভানো সম্ভব না হওয়ায় গাইবান্ধা ফায়ার সার্ভিসের আরেকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি টিম বাজারের পাশে টুনু মিয়ার পুকুর হতে মেশিন দিয়ে পানি টেনে এনে আগুণ নিয়ন্ত্রন করা হয়। ততক্ষনে ব্যবসায়িদের ব্যবসা প্রতিষ্ঠান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এসময় দোকান গুলোর কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে কালীবাড়ী বাজারের চাল ব্যবসায়ি আলামিনের পাইকারী ও খুচরা চালের দোকানে প্রায় সাড়ে তিন শতাধিক চালের বস্তা চাল,২ শতাধিক খালি বস্তা প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালামাল পড়ে ছাই হয়েছে। কাচামাল ব্যবসায়ি আলামিন এর কাচামাল আলু, রসুন,১৫ শত খালি বস্তা আগুণে পুড়ে প্রায় ৩ লাখ, জোব্বার মিয়ার বাদাম চানাচুর ও অন্যান্য মালামালসহ প্রায় ৭ লাখ,সামশুল মিয়ার কাপড়ের দোকানের প্রায় ১৭ লাখ টাকার কাপড়,সুজনের কাপড়ের দোকানের প্রায় ১৬ লাখ টাকার কাপড়,রঞ্জু মিয়ার পাইকারী ওষুধের দোকানের সকল ওষুধ পুড়ে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এছাড়াও আলমের কোকারিজের দোকানের সকল মালামাল ও নগত ১২ লাখ টাকাসহ অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে মোট ৪ কোটি টাকার অধিক সমমূল্যের ৭ জন ব্যবসায়ির ব্যবসার মালামাল ও মূলধন আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানান, আগুণে মালামাল পুড়ের ব্যবসার মূলধন হারিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। অন্যান্য ব্যবসায়িরা জানান, গত কাল এই ৭ ব্যবসায়ি অন্যদের সহযোগীতা করেছে আজ তারা আগুণের কাছে হেড়ে গেলো ব্যবসার মালামাল মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। সরকার স্থানীয় জাতীয় সংসদ সদস,উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়রসহ সর্বস্তরের মানুষের উচিৎ ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের পাশে দাড়ানো।
সংবাদটি শেয়ার করুন