গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
আজ বুধবার পলাশবাড়ী পৌর এলাকার সিএন্ডবি অফিসের পাশে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পনের মাধ্যম দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সহ সভাপতি সাইফুল্যার রহমান তোতা চৌধুরী, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিতসহ অন্যান্যরা।
এসময় উপজেলা প্রশাসন,থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তাগণ ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে বীরশহীদ ও জাতীয় চার নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।