
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক নারী মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় অটোরিকশা নিয়ে এসে এক ব্যক্তি ওই নারীর ফোনটি কেড়ে নেন। ওই নারী চিৎকার শুরু করেন। এটি দেখেন এক শিক্ষক। তিনি তখন গাড়িতে করে ক্যাম্পাসে বিভাগের দিকে যাচ্ছিলেন। তখন তাঁর গাড়ি ওই ছিনতাইকারী রিকশাচালকের পিছু নেন। কয়েক কিলোমিটার পিছু নেওয়ার পর ওই ছিনতাইকারীকে আটক করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের সামনে আমবাগানে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আর ওই ছিনতাইকারীকে আটক করা হয় ক্যাম্পাস থেকে কয়েক কিলোমিটার দূরে রাজশাহী নগরের ধরমপুর এলাকায়।
এই শিক্ষকের নাম নূর-এ-সাবিহা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। তিনি তাঁর চালক, পথচারী ও এলাকাবাসীর সহযোগিতায় ছিনতাইকারীকে ধরেন। আটক ছিনতাইকারীর নাম মো. অন্তর (২৫)। তিনি রাজশাহী নগরের শাহমখদুম থানাধীন বাগানপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। মুঠোফোন ছিনতাইয়ের শিকার ওই নারী রাজশাহী নগরের মতিহার শাখা সোনালী ব্যাংকে চাকরি করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে