নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে লিংক রোডে চলন্ত সিএনজিতে সিলেন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে সিএনজি চালক আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আজ শুক্রবার দুপুর ২টায় ফতুল্লার চাঁদমারী এলাকায় অবস্থিত ডিসি কার্যালয়ের সামনে লিংক রোডে এ ঘটনা ঘটে।
সিএনজির যাত্রী মফিজুর রহমান জানান, তার বোন জামাই মুন্সীগঞ্জের পরিবেশ কর্মকর্তা সোহেল রানাসহ ৪ যাত্রী চাষাঢ়া থেকে সিএনজি যোগে সাইনবোর্ড যাচ্ছিলেন।
এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলে বিকট শব্দে সিএনজির গ্যাস সিলেন্ডারে আগুন ধরে যায়। তখন ল্যাপটপের ব্যাগ রেখেই তিনিসহ সবাই সিএনজি থেকে নেমে দূরে গিয়ে দাঁড়ায়। এ সময় চালক সুমন আগুন নিভাতে গিয়ে আহত হয়। তখন মুহূর্তের মধ্যে আমার ব্যাগে থাকা লেপটপ গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আগুনে পুরো সিএনজি পুড়ে যায়।
সিএনজি চালক সুমন জানান, পুলিশ কর্মকর্তা সুরুজ মিয়ার সিএনজি (নারায়ণগঞ্জ-থ ১১-৫০৯৬) ভাড়া নিয়ে চাষাঢ়া থেকে লিংক রোড দিয়ে সাইনবোর্ড পর্যন্ত যাত্রী আনা নেওয়া করেন। আজও চাষাঢ়া থেকে চার যাত্রী নিয়ে সাইনবোর্ড যাওয়ার সময় সিএনজির বিদ্যুতের তার শর্ট হয়ে আগুন ধরে যায়। এসময় সিলেন্ডারের মুখ থেকে বিকট শব্দে গ্যাস বের হচ্ছিলো। তখন সিলেন্ডারের মুখ বন্ধ করার চেষ্টা করলে আগুন বেড়ে যায়। এতে তার হাতের কিছু অংশ দগ্ধ হয়। সে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, এটি একটি দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। যান চলাচল স্বাভাবিক আছে।