টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মহিষের আক্রমণে আহত এক আওয়ামী লীগ নেতাসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে এ দুজন মারা যান বলে দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানিয়েছেন।
এরা হলেন দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান এবং একই এলাকার কিতাব আলী।
এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো। এর আগে রোববার সকালে মারা যান হাজেরা বেগম।
ওসি নাসির উদ্দিন মৃধা জানান, রোববার সকালে লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামের এক ব্যক্তির পালিত একটি মহিষ এলাকার মানুষের উপর আক্রমণ চালায়। মহিষটির আক্রমণে অন্তত পাঁচ জন আহত হন।
“ওইদিন বিকাল ৩টার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম মারা যান।”
ওসি আরও বলেন, সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী ও রাত সাড়ে ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে কিতাব আলী মারা যান।
ওই হামলার পর প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্থানীয়রা মহিষটিকে ছুঁচালো বাঁশ দিয়ে খুঁচিয়ে ও পিটিয়ে হত্যা করে বলে ওসি নাসির জানান।