লোকজন নিয়ে বিরোধে কৃত জমির মধ্য রাতের আধারে ট্রাকট্টর দিয়ে মাটি ভরাট করার চেষ্টা করে। এমন সময় মামলার বাদী ধনবাড়ী পৌরসভার সাবেক কমিশনার মাসুদ রানা ঘটনাটি জানতে পারলে ৯৯৯ এ কল দিয়ে জানালে ধনবাড়ী থানা পুলিশ ঘটনা স্থালে গিয়ে বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করার কথা বলায় ধনবাড়ী এলাকার ডাক্তার আলতাফ হোসেন ও তার লোকজন পুলিশের সাথে অসৎ আচরন করেন। পুলিশ ঘটনা স্থলে এসে বিষটি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হলে এক পযার্য়ে পুলিশের সাথে ডাক্তার আলতাফ বাহিনীর হাতা হাতি হয় ঘটনাস্থলে পুলিশের তিন সদস্য আহত হয়, এসময় আলতাফ হোসেনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়, এমন আচরন ও আদালতের আদেশ অমান্য করায় রাতের আধারে জমি দখলের চেষ্টার অভিযোগে রাতেই ধনবাড়ী থানা পুলিশ বাদী হয়ে প্রভাবশালী ডাক্তার আলতাফ হোসেনসহ কয়েকজনকে আসামি করে ধনবাড়ি থানায় একটি মামলা দায়ের করে, এবং ঐ মামলায় তাকে আদলতে প্রেরন করলে আদলত জামিন না মন্জুর করে আসামিকে জেল হাজতে পাঠিয়ে দেয়।
ঘটনায় জানা যায় ধনবাড়ী পৌরসভায় সাবেক কমিশনার মাসুদ রানার সাথে বিলাশপুর গ্রামের প্রভাশালী ডাক্তার আলতাফ হোসেনের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে দন্দ থাকায় টাংগাইল আদালতে বেশ কয়েটি মামলা চলমান, এমন অবস্থায় প্রভাশালী ডাক্তার আলতাফ হোসেন তার দলবলসহ সাবেক কমিশনার মাসুদ রানার পিতার সম্পত্তি হিসাবে দীর্ঘদিন ধরে নিজ জমিতে চাষাবাদ করাসহ কফিসপ ও বিনোদন কেন্দ্র হিসাবে ব্যবহার করে আসছেন। মাছের খামার কপিসহ বিনোদন কেন্দ্র মোটামুটি চলছিল, কিছুদিন আগে ওই জমিতে স্থানীয় ভূমিদস্যুদের চোখ পড়ে। ধনবাড়ী পৌরসভার বিলাশপুর গ্রামের প্রভাশালী ডাক্তার আলতাফ হোসেন দীর্ঘদিন আমেরিকা প্রবাসী ছিলেন দেশে এসে আশে পাশে কিছু জমিজামাও কিনেন এবং কিছু টাকা পয়সা খরচ করে ঐ এলাকার কিছু বখাটে ছেলেদের সাথে নিয়ে তৈরি করে লাঠিয়াল বাহিনী তার বিরুদ্ধে কেউ কোন কথা বললে এলোপাতাড়ি মারপিট শুরু করে, এর আগেও সাবেক কমিশনার মাসুদ রানার কপিসহ ফুলের বাগানসহ ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করে এই আলতাফ বাহিনী, এবিষয় নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় একাদিক বার নানা অপক্রমের খবর প্রচারিত হলেও এই প্রথমবার তিনি হাজত বাস করছেন বলে স্থানীয়রা জানান।