ঝিনাইদহে ৪৩ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (০২ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার সময় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন তথ্যে জানা যায় যে ঝিনাইদহ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের সিনহা কনফেকশনারির সামনে বটগাছের নিচে মাদক কারবারি ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এরপর র্যাবের অভিযানে ৪৩ বোতল ফেনসিডিলসহ তাকে আটক এবং তার কাছে থেকে নগদ ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকসহ শরিফুলকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে তার নামে মাদক মামলা দেওয়া হয়।