ঘূর্ণিঝড় রেমালের কারণে চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৫ মে) দিবাগত রাত ১২টার পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চাঁদপুর-ঢাকাসহ সব নৌরুটে যাত্রীবাহী লঞ্চ এবং নৌযান চলাচল বন্ধ থাকবে।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর লঞ্চ টার্মিনালে ছোটবড় কোনো ধরনের যাত্রীবাহী লঞ্চের অবস্থান নেই। তবে লাইটার জাহাজগুলো নদী তীরবর্তী এলাকায় নোঙর করে রাখা হয়েছে। মেঘনা ও ডাকাতিয়া নদীতে পানি এবং বাতাসের তীব্রতা সকাল থেকে কিছুটা বেড়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মেঘনা উপকূলীয় এলাকা ও লঞ্চ টার্মিনালে পূর্ব সর্তকতা হিসাবে মাইকিং করেছে নৌ পুলিশ। এ সময় চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ও তার সহকর্মীদের তৎপর থাকতে দেখা যায়।