গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর শঙ্করগঞ্জ ঘাট যুব সমাজের আয়োজনে ১৯ ডিসেম্বর বিকেলে শঙ্করগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
হরিরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহীন সরকারের সঞ্চালনায় ও হাফিজ জুলফিকার মন্ডল সোহাগের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি উপস্থিত জনসাধারণের সাথে মত বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে
নৌকা প্রতীক পেতে সকল স্তরের সহোযোগিতা কামনা করেন।
উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কামারদহ ইউনিয়নের চেয়ারম্যান তৌকির হাসান রচি,সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, হরিরামপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সরকার, সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সাজু (বি ডি আর) ২ নং ওয়াডের ইউপি সদস্য মোঃ খিজির উদ্দীন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন