শহীদ বুদ্ধিজীবি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (১৪ নভেম্বর) সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত বদ্ধভূমির স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
পরে পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে উপজেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবব্রত পাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা ৭১-এর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের গণহত্যার স্মৃতি চারণ করে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
সংবাদটি শেয়ার করুন