গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় রমেশ পাটোয়ারী (৩৭) নামে ব্যাটারী চালিত ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ দূর্ঘটনার বিষযটি নিশ্চিত করেছেন।
নিহত রমেশ পাটোয়ারী গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের মেঘনাথ পাটোয়ারীর ছেলে।
ওসি জাবেদ মাসুদ জানান, টেকেহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত থেকে আসা উলপুরগামী একটি ব্যাটারীচালিত ইজিবাইককে ধাক্বা দেয়। এতে ঘটনাস্থলে রমেশ পাটোয়ারী মারা যান।
এসময় ইজিবাইকে থাকা চালক হামজা কাজী ও অপর যাত্রী মাহাবুব আলম মারাত্মক আহত হন। আহত দুইজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, আবেদনের প্রক্ষিতে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।