গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন, জেল কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
“থাকবো ভালো, রাখব ভালো দেশ-বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়, করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী, জনশক্তি জরীপ কর্মকর্তা মো: জহুরুল হক বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ও আহরনকারী ব্যাংককে সম্মাননা ক্রেস্ট এবং মৃত্যুবরণকারী কর্মীর মেধাবী ৫জন সন্তানকে ২০ হাজার টাবা করে মোট ১ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন