গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সকাল থেকে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় ঝিনু মার্কেট এলাকায় সোনারগাঁও রোডে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করছিলেন প্রায় ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণকাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী একটি প্লটের সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহারিয়া লুনা বলেন, তিনজনকে মৃত ও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, দেয়াল ধসে পড়ার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আমাদের উদ্ধার কাজ এখনো চলছে।
ওসি আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় হতাহতদের স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।