মঙ্গলবার (৭ মে) এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসন সূত্রে জানায়, সোমবার দুপুর ১টার দিকে জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।
ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের অধীনস্থ ফেনীর ছয়টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত তথ্য মতে এ ঝড়ে-প্রায় ১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
এছাড়া আনুমানিক ১৫শ হেক্টর জমি এবং ২৫ কিলোমিটার রাস্তার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে ; যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৩০ হাজার টাকা।
জেলাজুড়ে আনুমানিক ৫শ ৫৭ টি ঘরবাড়ি কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২৮ লক্ষ ৪৫ হাজার টাকা।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, তবে এতে কোন নিহত বা উল্লেখযোগ্য ভাবে আহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে চলতি বছরের মধ্যে এদিন সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।মঙ্গরবার (৭ মে) জেলা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন।