
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইকবাল হোসেন (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট এই ঘটনা ঘটে। নিহত পর্যটক গাজীপুর জেলার টঙ্গির শেরে বাংলা রোড এলাকার মৃত মিল্লাত আলীর ছেলে।
সী সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সাথে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়ে। লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষ করে তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনদের কথা মতো পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন,