উন্নয়ন সহ্য করতে পারছে না বলেই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস ও মানুষ হত্যা করছে

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বিএনপিকে সন্ত্রাসী দল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সন্ত্রাসীদের গডফাদার উল্লেখ করে বলেছেন, বিগত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের সুখ-শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন সহ্য করতে পারছে না বলেই বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে মানুষ হত্যাসহ জ্বালাও পোড়াও শুরু করেছে। তিনি বিএনপি-জামায়াতের নিষ্ঠুরতা, নির্মমতা ও হিংস্রতার চিত্র তুলে বলেন, ২৮ তারিখে মহাসমাবেশের নামে পুলিশকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাসসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে। এতেও বিএনপি-জামায়াতের শান্তি হয় নাই। হরতাল অবরোধ দিয়ে সারাদেশে মানুষ হত্যাসহ অগ্নিসংযোগ করে দেশকে অস্থির করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিরোধ করছে। তিনি মানুষ হত্যা ও অগ্নিসংযোগকারীদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে, সরকারিভাবে প্রণোদনা দিয়ে মানুষের ঘরে ঘরে খাদ্য সরবরাহ করেছে আর এসব সম্ভব হয়েছে মানবিকনেত্রী শেখ হাসিনার জন্য। আশ্রয়হীনদের ঘর হয়েছে। খাদ্য ঘাটতি বাংলাদেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করা হয়েছে। কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য সার, বীজ, কীটনাশক বিনামূল্যে দেওয়া হয়েছে। তিনি জাতিসংঘ ও বিশ্ব সংস্থাকে ইঙ্গিত করে বলেন, এ দুটি দেশ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছে উল্লেখ করে বলেন, মেট্রোরেল, উরাল সড়ক হওয়ায় ঢাকায় যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে।

আজ রবিবার দুপুর ২টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, শীতকালীন, পেঁয়াজ, মুগডাল ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রায় ১ কোটি টাকা প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং হুইপের ঐচ্ছিক তহবিল থেকে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সচিব মোরারজি দেশাই বর্মন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যন রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, রাজ দেবোত্তর স্টেটের এজেন্ট রনজিৎ সিংহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামি, সদর উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী রানা প্রমুখ।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *