ধানমন্ডি ৩২নং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদ্য পদোন্নতি প্রাপ্ত প্রধান প্রকৌশলী সরোয়ার হোসেন।
আজ সকালে নতুন বছরের প্রথম প্রহরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করা হয়।পরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) তুষার মোহন সাধু খাঁ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ) মীর আব্দুস সাহিদ, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম মিয়া, প্রকৌশলী বিধান চন্দ্র দে , মোহাম্মদ গোলাম মোক্তাদির, সোহরাব হোসেন সহ অধিদপ্তরের সকল সংগঠনের নেতৃবৃন্দকে দিয়ে ৩২ নম্বর ধানমন্ডী জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতাসহ ৩০ লক্ষ বীর শহীদ ও ২ লক্ষ মা বোনদের সম্মানহানির মধ্যদিয়ে এ দেশের স্বাধীনতা অজিত হয়েছে তাদের মাগফিরাত কামনায় দোয়া করেন।
তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদশ্যকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে সকলের সহযোগিতা নিয়ে অধিদপ্তরে উন্নয়নে কাজ কাজ । সফলসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহবায়ক ও জনস্বাস্থ্য প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম মিয়া ও সদস্য বিধান চন্দ্র দে, জনস্বাস্থ্য প্রকৌশল বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক এইচ, এম শাহীন, ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ বাদশা মিয়া, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সম্পাদক জনাব মোঃ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৯৬৫(জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) সংগঠনের সভাপতি কার্যকরী সভাপতি সৈয়দ ইকরামুল হক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ সভাপতি লুৎফর রহমান আকন্দ, জসিম উদ্দিন মন্টু, রহিমা খাতুন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আবু তাহের মোল্লা সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির সভাপতি জনাব মোঃ স্বপন মিয়া সদস্য সচিব মিলন হোসেন, বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতির সভাপতি জহির ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আল আমিনুর রহমান , বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন,