নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রধান নেতা ও আমির এবং দাওয়াতি শাখার প্রধানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতাররা হলেন- সংগঠনের প্রধান নেতা আনিছুর রহমান ওরফে মাহমুদ ও দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুন।
(১ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা আনিছুর রহমান ওরফে মাহমুদ ও আমির এবং দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ বিষয়ক ও উগ্রবাদী বক্তব্য সম্বলিত চাঞ্চল্যকর ভিডিও কন্টেন্ট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
গত ২১ ফেব্রুয়ারি জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির শায়েখ মো. মোহিবুল্লাহকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিসিটিসি)।
২৮ ফেব্রুয়ারি এই সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেওয়া চার জঙ্গিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে নতুন এ সংগঠনের ৬১ সদস্যকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলা বাহিনী।