তাপমাত্রা বাড়ছেই রাজশাহীতে। গেল তিন দিনে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে।
আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এ কারণে মূলত রাজশাহীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে। এছাড়া গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রা বেড়ে ছিল দশমিক ৭ ডিগ্রি।
রিকশাচালক আতাউর রহমান বলেন, রোজা থেকে এই রোদ আর গরমে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। চৌদ্দপায়া থেকে বিনোদপুর আসতে মুখ শুকিয়ে যাচ্ছে। রোদের কারণে মনে হচ্ছে পাকা সড়ক থেকে গরম ভাপ উঠে মুখে লাগছে। একটা ভাড়া নিয়ে যাওয়া আসার পরে চোখে মুখে পানি না দিলে থাকা যাচ্ছে না।
নগরীর অলোকা সিনেমা হলের মোড়ে তরমুজ কিনছেন অটোরিকশা চালক রাজিব হোসেন। তিনি বলেন, গরমে শরীর ঘেমে পানি বের হয়ে যাচ্ছে। তরমুজ শরীরের পানি পূরণ করবে বলে শুনেছি, তাই কিনছি। এছাড়া ইফতারে অন্য খাবারের সঙ্গে তরমুজ খেতেও ভালো লাগে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে গত পাঁচদিন থেকে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে। গত ৩ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন ৪ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত বুধবার তাপমাত্রা কমে সর্বোচ্চ ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যাবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান ঢাকা পোস্টকে বলেন, রাজশাহীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা এটিই। তাপমাত্রা কমার আভাস পাওয়া যাচ্ছে না। তবে আরও তাপমাত্রা বাড়তে পারে।