মানসম্পন্ন ও তুলনামূলক স্বল্প মুল্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিভিন্ন ধরণের শিক্ষা সহযোগী পণ্য নিয়ে কাজ করার লক্ষ্যে খাতা পেন্সিল ডট কম এর যাত্রা শুরু করেছে এটি স্বপ্নবাজ কমিউনিকেশন এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করেছে।
রাজধানীর শ্যামলীর স্বপ্নবাজ কমিউনিকেশন এর কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাব খাতা পেন্সিল ডটকমের উদ্বোধন করা হয়।
এসময়ে স্বপ্নবাজ কমিউনিকেশন এর চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন, ম্যানেজিং ডিরেক্টর মো: সোহেল রানা, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো রফিকুল ইসলাম (রফিক) সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা এবং বিভিন্ন সেক্টরের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে খাতাপেন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশ ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে যে বৈশম্য/পার্থক্য সেগুলোকে কমিয়ে আনা। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মের ব্যাবস্থার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে খাতাপেন্সিল.কম।