ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৯৮ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪১ জন কর্মকর্তা বাজার তদারকি কার্যক্রম চালানোর সময় এ জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রাজধানীর কলাবাগান, কাঁঠালবাগান, দয়াগঞ্জ কাঁচাবাজারসহ দেশব্যাপী মোট ৫২ টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৯৬ প্রতিষ্ঠানকে ৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। পাশাপাশি দুইজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে তিন হাজার টাকা দেওয়া হয়।